সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ছয় বাংলাদেশির মৃত্যু হলো।

বুধবার (২২ জুন) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে ছয়জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। এরআগে ১৭ জুন দু’জন আর ১১ জুন ও ১৬ জুন আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।

সর্বশেষ যে দু’জন মারা গেছেন তারা হলেন মো. আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)। তারা দুজনই গতকাল (২১ জুন) মারা যান।

আবদুল জলিলের বাড়ি রংপুরের পীরগাছার তাম্বুলপুরে। তার পাসপোর্ট নম্বর BX0552614। আর বিউটি বেগম রাজধানী ঢাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর EA0009584।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ