ডেস্ক রিপোর্ট: যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় পদ্মবিলা পুকুর থেকে উদ্ধার হওয়া লাশের সন্ধান মিলেছে। নিহত রেজাউল বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকীর চর গ্রামের ইউনুস বয়াতী ও মমতাজের ছেলে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
এস আই মফিজুল ইসলাম জানান, রেজাউল নিজেস্ব ট্রাক রয়েছে। ওই ট্রাকের ড্রাইভারসহ তিনি কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের ধারণা, ট্রাকের ড্রাইভার কিংবা হেলপার পূর্ব পরিকল্পিত ভাবে রেজাউলকে হত্যা করে লাশ বসুন্দিয়ার ওই পুকুরে ফেলে যায়।
এর আগে, মঙ্গলবার পৌনে ১০টার দিকে বসুন্দিয়ার পদ্মবিলার একটি পুকুর থেকে রেজাউলের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে আইন শৃংখলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ শনাক্তের চেষ্টা চালায়। সর্বশেষ লাশের পরিচয় মেলে নিহত ব্যক্তি বরিশাল এলাকার পরিবহন ব্যবসায়ী রেজাউল।
জাগো/এমআই

