ইবিতে প্রধান প্রকৌশলী’র অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঠিকাদার সমিতির মানববন্ধন

আরো পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন মোহাম্মদ তারেক এর অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ভবনের সামনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় ঠিকাদার সমিতির পক্ষ থেকে আনিসুর রহমান বিকাশ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সী তারেকের যোগসাজশে অনৈতিক লেনদেনের চুক্তি করে বিগত মেগা প্রজেক্টের ন্যায় সকল কাজ বাহিরের ঠিকাদারি প্রতিষ্ঠানকে রেট দিয়ে (৯.৯৯৯%) পাইয়ে দেওয়া হয়েছে। ২% ঘুষের বিনিময়ে কাজ পাইয়ে দিয়ে নিম্নমানের কাজ চলার ফলে মেগা প্রজেক্টের কাজ মুখ থবড়ে পরেছে, তদ্রুপ আসবাবপত্রের কাজও বাইরের ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। বক্তারা আরো বলেন, বর্তমানে ইবিতে নিবন্ধিত ঠিকাদারদের কাজ না দিয়ে টাকার বিনিময়ে বাহিরের ঠিকাদারদের কাজ দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়ছে।

এই সময় ঠিকাদার কল্যাণ সমিতির মধ্যে উপস্থিত ছিলেন, হায়দার আলী, রেজাউল করিম খাঁন, আনিসুর রহমান বিকাশ, রাজু আহামেদ, কাইয়ুম আহামেদ, তবিবুর রহমান তোতা, সরাফত রহমান ফটকা, সুরুজ খাঁন, আশিকুর রহমান জাপানসহ ঝিনাইদহ ও কুষ্টিয়ার আঞ্চলিক ঠিকাদারবৃন্দ।

উক্ত মানববন্ধনে অন্যান্য বক্তারা প্রধান প্রকৌশলীর অনিয়মের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে ইবিতে নিবন্ধিত ঠিকাদারদের কাজ দেওয়ার আহবান জানান। এই সময় ঠিকাদার সমিতির পক্ষ থেকে তাদের দাবি আদায় না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ