যশোর: মাদকাসক্তদের চিকিৎসার পাশাপাশি মাদকমুক্ত জীবনের অগ্রযাত্রায় পরিবারের সদস্যদের ভূমিকা নিয়ে যশোরে পারিবারিক সভা অনুষ্ঠিত হয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অবজ্ঞা না করে পাশে থেকে যথার্থ সহায়তা প্রদান করতে এ সভার আয়োজন করে যশোরের আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (আমিক)।
শনিবার (১৮ জুন) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হুমায়ুন করিব খন্দকার।
প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি চিকিৎসায় পরিবারের ভূমিকা সব থেকে বেশি। চিকিৎসা কেন্দ্র একজন রোগী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকেন। এরপরে সে তার পরিবারে ফিরে যায়, সেখানে যদি রোগী ভালো পরিবেশ ফিরে না পায় তাহলে তার রিকভারি দীর্ঘ হয় না।
সভাপতিত্ব করেন আমিক যশোরের সেন্টার ম্যানেজার আমিরুজ্জামান লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্টারের কাউন্সিলর সাহিদ আলম। চিকিৎসা পরবর্তীতে সন্তানের সাথে পিতামাতার আচারণ নিয়ে আলোচনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন যশোর সেন্টারের সিনিয়র কাউন্সিলর মাসুদ রানা।
এ সভার উদ্দেশ্য ছিল মাদকাসক্তি চিকিৎসা পরিবারের সদস্যদের সম্পৃক্তা বাড়ানো, যাতে পরিবারের সদস্যরা মাদকাসক্ত ব্যক্তির মাদকমুক্ত জীবনের অগ্রযাত্রায়, পাশে থেকে যথার্থ সহায়তা প্রদান করতে পারেন। মাদকাসক্তি চিকিৎসায় পরিবারের ভূমিকা এবং এ বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে সভায় ২৮ পরিবারের ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।

