শাহ জামাল শিশির, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) এসব রোগীদের অনুদানের চেক প্রদান করেন প্রধান অতিথি, চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
ঝিকরগাছা উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদেরাগে আক্রান্ত ২৪ জন রোগীকে ১২ লাখ এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৮ জনকে এক লাখ ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জাগো/এমআই

