শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলা, যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষকদের মানববন্ধন

আরো পড়ুন

যশোর: গফরগাঁও সরকারি কলেজে কমর্রত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার (১২ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন কমসূচি পালন করা হয়।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ এই ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষার পরিবেশ বিনষ্টকারী ছাত্র নামধারী এসকল সন্ত্রাসীদের যদি বিচার না হয়, তবে দেশের শিক্ষার ওপর এর বিরুপ প্রভাব পড়বে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জানান।

আর বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শাহ্ ইকবাল হোসেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব বিতা রানী ঘোষ, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মু. এনামুল কবীর, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম শাহরিয়ার। অনুষ্ঠানে উপস্থাপনা করেন মোতাছিম বিল্লাহ।

উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ