সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগিতে ধোঁয়া

আরো পড়ুন

রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুলনাগামী আন্তনগর ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেসে বিদ্যুতের আগুনে ধোঁয়ার সৃষ্টি হয়েছে।

রবিবার (১২ জুন) সকালে যাত্রার ১০ মিনিট আগে পাওয়ার কার স্টার্ট করলে একটি বগির বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ায় বড় কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরে একটি কোচ বাতিল করে ট্রেনটি একঘণ্টা দেরিতে খুলনার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, রবিবার (১২ জুন) সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। শোভন চেয়ারের একটি বগির টয়লেটের রড লাইটে শর্টসার্কিট ধোঁয়ার সূত্রপাত হয়। তবে আগুন ধরেনি। তখন ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। প্রচণ্ড ধোঁয়ায় বগিটি আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়া দেখে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পাওয়ার কারের বিদ্যুৎ লাইন সঙ্গে সঙ্গে বন্ধ করে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে ধোঁয়া থামিয়ে দেয়া হয়।

তিনি আরো বলেন, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ওই বগির যাত্রীদের অন্য বগিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা সিট পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়। ধোঁয়া থামানোর পর বগিটি খুলে রেখে ট্রেনটি একঘণ্টা দেরিতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ঘটনা খুব বড় না হওয়ায় কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে গতকাল পারাবত ট্রেনে আগুনের ঘটনার কারণে আজ সবাই একটু আতঙ্কিত হয়েছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ