যশোর: ২০২২ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষে রবিবার (১২ জুন) যশোর বোর্ডে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রসচিবদের প্রতি সভায় আহবান জানানো হয়। পরীক্ষা পরিচালন করার জন্য বিভিন্ন বিয়ের আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দর রুদ্র্র।
বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক কেএমডিএ রব্বানী, উপপরীক্ষা নিয়ন্ত্রক ফজলুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল ইসলাম প্রমুখ।
এ সভায় যশোর জিলা স্কুল, সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষসহ যশোর, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গার জেলার ১৪৫ জন কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।

