পদ্মা সেতু: বাড়তি নিরাপত্তা দেয়াল আছে ১২৩৯০টি

আরো পড়ুন

যেকোনো সেতু নির্মাণের ক্ষেত্রেই এতে চলাচলকারী যানবাহনের নিরাপত্তা ভীষণ গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করতে কোথাও ধাতব রেলিং দিয়েই কাজ সারা হয়। আবার কোথাও ব্যবহার করা হয় কংক্রিটের দেয়াল। বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে সাধারণত কংক্রিটের দেয়ালকেই বেছে নেয়া হয়, যাকে প্রকৌশলের ভাষায় প্যারাপেট ওয়াল বলে। পদ্মা সেতুতে এই প্যারাপেট ওয়াল ব্যবহার করা হয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুর দুপাশে এমন দেয়াল রয়েছে মোট ১২ হাজার ৩৯০ টি। সঙ্গে অবশ্য স্টিলের রেলিংও বসছে। পদ্মা সেতুর মূল কাঠামোর পাশাপাশি সেতুর ভায়াডাক্টেও এই প্যারাপেটওয়াল আছে। শুধু সেতুর সড়কপথেই নয়, নিচের রেললাইনের দুপাশেও একই ধরনের প্যারাপেট ওয়াল বসানো হয়েছে।

এ বিষয়ে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (সেতু) আহম্মদ আহসান উল্লাহ মজুমদার বলেন, যান চলাচলের নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি সেতুর প্যারাপেট ওয়ালে দুই ধরনের কাজ হচ্ছে। পুরো সেতুতে যে সড়কবাতি বসানো হয়েছে, সেগুলো এই প্যারাপেট ওয়ালের পাশেই বসানো হয়েছে। তা ছাড়া বর্তমানে এই দেয়ালের ওপর স্টিলের রেলিং বসানোর কাজ চলমান আছে। কাজটি অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জাহাজে রেলিংয়ের সরঞ্জাম আসতে দেরি হয়েছে। এই কাজও ১৫ জুনের মধ্যে শেষ হবে। অ্যালুমিনিয়ামের তৈরি প্রতিটি ৬ মিটার দৈর্ঘ্যের এই রেলিং আনা হয়েছে ব্রিটেন থেকে।

প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর সড়কপথের সব ধরনের যান চলাচলের জন্য ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে। আর নিচের অংশ দিয়ে চলাচল করবে ট্রেন। ওই অংশে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে। তা ছাড়া সেতুর নিচের অংশে একটি হাঁটার পথও আছে। দরকারে রেললাইন যাতে মেরামত করা যায়, সে জন্যই এই হাঁটাপথ রাখা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ