মহানবী মুহাম্মদ (সা.) এবং তার স্ত্রী আয়েশা (রা.) কে নিয়ে বিজেপি নেতা নূপুর শর্মা এবং নাভিন জিন্দালের মন্তব্যের প্রতিবাদে রাষ্ট্রীয় নিন্দা জানানোর দাবিতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে দাঁড়িয়ে রবিবার (১২ জুন) শিক্ষার্থীরা সম্মিলিত কন্ঠে নাত পাঠ করেন। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক অংশ দেন।
এর আগে শিক্ষার্থীরা রাসুল (সা.) এর সম্মানে বিভিন্ন নাথ পরিবেশন করেন। পৌনে এক ঘণ্টা ধরে চলা এই প্রোগ্রামের কারণে রাজু ভাষ্কর্য অন্যরকম চিত্র ধারন করে।
কর্মসূচিতে ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, আমাদের সর্বশ্রেষ্ঠ রাসুল (সা.) সম্পর্কে মহান আল্লাহ কুরআনে বর্ণনা দিয়েছেন। বিভিন্ন সময় রাসুল (সা.) কে নিয়ে এরকম ঘটনা হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, এ কথা কুরআনেও বলা আছে। তবে আমাদের দায়িত্ব থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার আমরা তা করবো, ইনশাআল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, যে মানবতার মহানায়ক সম্পর্কে স্বয়ং আল্লাহই বলেছেন, আমরা তার সম্মানার্থে আজকে এখানে দাঁড়িয়েছি। তাকে অপমান করার ক্ষমতা কারো নেই। যারা এই আয়োজন করেছে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সাংস্কৃতিক সংগঠন ব্যান্ড সিলসিলা, ছাত্র অধিকার পরিষদ, চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ইনিস্টিউটের শতাধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন।

