শাহ জামাল শিশির, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় রাস্তা পারাপার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় খোরশেদ আলম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তিনি পৌরসদরের কীর্তিপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১১ জুন) আনুমানিক ভোর সাতটার দিকে প্রাতভ্রমণ শেষে বাড়িতে ফেরার পথে ঝিকরগাছা বাস টার্মিনালের সামনে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী চা দোকানী নুর ইসলাম জানান, নিহত খোরশেদ আলম শনিবার সকালে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় যশোর অভিমূখি একটি মাইক্রোবাসে তার ধাক্কা লাগে। পরে হাসপাতালে নেয়ার পরে সকাল দশটার দিকে তিনি মারা যান।
নিহতের স্বজনরা জানান, শনিবার বাদ আসর ঝিকরগাছায় মরহুমের নামাজে জানাজা শেষে শার্শা উপজেলার নিজামপুর গ্রামে মরহুমকে দাফন করা হয়েছে।
জাগো/এমআই

