কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় মান্নান শেখ (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মত্যু হয়ছ। পুলিশ ঘাতক বাস ড্রাইভারসহ বাসটি আটক করছন।
জানা গেছে, কেশবপুর শহর মধ্যকুল এলাকার কফিল উদ্দীনর ছেলে আব্দুল মানান শেখ (৭০) বুধবার (৮ জুন) বিকল নিজ বাড়ী থেকে কেশবপুর বাজারর দিকে যাচ্ছিলেন। ট্রাক টার্মিনাল পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মট্রো খ-১৪-০০-৭০) ধাক্কা দিল আব্দুল মানান গুরুতর আহত হন। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করন। পুলিশ ঘাতক ড্রাইভার ও বাসটি আটক করছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ বারহান উদ্দীন বলেন, সড়ক দূর্ঘটনায় এক বদ্ধর মত্যু হয়ছ। ঘাতক বাস ও বাসের ড্রাইভারকে আটক করা হয়ছ।
জাগো/এমআই

