নিজস্ব প্রতিবেদক: আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে যশোর জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটির চতুর্থ নির্বাচন (২০২২-২০২৫)। জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২ জুন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন বুধবার (৮ জুন)।
তফসিলের শর্ত মেনে এ নির্বাচনে ৮ পদের বিপরীতে রংধনু পরিষদের পক্ষ থেকে ৯ জন প্রার্থী বুধবার (৮ জুন) মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এ মনোনয়নপত্র গ্রহণ করেন।
রংধনু পরিষদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও আসাদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক পদে রওশন আরা রাসু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান পিন্টু ও নাসির উদ্দিন মিঠু, সদস্য পদে সাজ্জাদ গনী খান রিমন, প্রদীপ চক্রবর্তী রানা, আসিফ খান ও ফয়সাল খান।
জাগো/এমআই

