যশোরে মাদক মামলায় দুই ব্যক্তির সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন একটি আদালত।
রবিবার (৫ জুন) সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শার্শা উপজেলার বেড়ী গ্রামের আকিজ উদ্দিনের ছেলে রনি আহমেদ এবং ফরিদপুর জেলার সদর উপজেলার শ্যাম সুন্দরপুর গ্রামের হাতেমের ছেলে ও শার্শার নাভারনের ভাড়াটিয়া সাইফুল ইসলাম । আদালত প্রত্যেকের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পিপি এম ইদ্রিস আলী। আসামিরা দুইজনেই পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২১ সেপ্টেম্বর বিজিবি খবর পায়, দুই মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেলে অভিনব কায়দায় ফেনসিডিল বহন করে পুটখালী থেকে মসজিদ বাড়ি বিজিবি ক্যাম্পের দিকে আসছেন। তাৎক্ষণিক বিজিবি তল্লাশি শুরু করেন। দুপুর দুইটায় ক্যাম্পের সামনে থেকে মোটরসাইকেলসহ ওই দুই আসামির গতিরোধ করে। এসময় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় হাবিলদার হামিদুর রহমান বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে মামলা করেন। ২০২০ সালের ২৪ অক্টোবর মামলাটি তদন্ত করে বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল আদালতে চার্জশিট জমা দেন।
সর্বশেষ রবিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

