খুলনায় ফের ইয়াবাসহ মাদক বিক্রেতা রবিউল গ্রেফতার

আরো পড়ুন

খুলনা মহানগরীর লবণচরা এলাকার চিহিৃত মাদক বিক্রেতা। রবিউল ইসলামকে (৩০) ফের ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

লবণচরা থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার (৪ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়েরের পর তাকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। সে বাগেরহাট জেলার বোলতলী এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

গত বছরের ১৯সেপ্টেম্বর দৌলতপুর মহসীন মহিলা কলেজের সামনে থেকে পুলিশ মাদক বিক্রেতা রবিউল ইসলামকে ১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। ওই ঘটনায় দৌলতপুর থানার এসআই মিজানুর রহমান বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন (নং ১৪)। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতা রবিউলের মা কদবানু বেগম অভিযানিক দলটির ৩জন পুলিশ সদস্যর বিরুদ্ধে ৪ অক্টোবর নানা অভিযোগ এনে লিখিত দরখাস্ত করেন। এরা হলেন এসআই মিজানুর রহমান, এএসআই অঞ্জন হালদার ও এএসআই ইয়ার আলী। পুলিশ প্রধান বরাবর করা ওই দরখাস্তের কারণে ৫ অক্টোবর এএসআই অঞ্জন হালদার ও এএসআই ইয়ার আলীকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র লাইনে ক্লোজড করা হয়। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে অভিযোগকারী সেই রবিউল ইসলামকে ফের ইয়াবা বিক্রিকালে লবণচরা থানা পুলিশ ৪০ পিচ সহ গ্রেফতার করেছে। এলাকাবাসী জানিয়েছেন, রবিউল ইসলাম একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে পুর্বেও আরো ৬টি মামলার তথ্য রয়েছে পুলিশের কাছে। এবং ওই ৬টি মামলাই খুলনার আদালতে বিচারাধীন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ