যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় ঢাকাগামী বাস থেকে তাকে আটক করে পুলিশ।
আটক সোহাগ হোসেন (৩৩) উপজেলার মাটিকোমড়া গ্রামের আব্দুল হাকিম মোড়লের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের থানার মোড়ে তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় সোহাগ পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার সোহাগকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

