বাগেরহাটের চিতলমারী সড়কের মুনিগঞ্জ সেতু টোলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীকে হত্যার ঘটনায় ঘাতক পিকআপ চালক মিজানুর রহমানকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে খুলনার তেরখাদা এলাকা থেকে রং পরিবর্তন কালে পিকআপটিও জব্দ করা হয়।
গ্রেফতার চালক মিজানুর রহমান বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের এসকেন্দার সেখের ছেলে। তাকে শুক্রবার (৩ জুন) বিকেলে জেলার মোল্লাহাট উপজেলার গাওলা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ২২ মে সকালে মুনিগঞ্জ সেতু টোলে মোটর সাইকেল নিয়ে দাড়িয়ে থাকা ইউএনডিপির প্রকৌশলী মশিয়ার শেখকে পিকআপে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মশিয়ার শেখ ঘটনাস্থলে নিহত হন। এ সময় অপরপাশে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা সাংবাদিক আজাদুল হক ও কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হয়। এ ঘটনায় ওইদিন বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুর রহমান সাংবাদিকদের জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে বাগেরহাট মডেল থানা পুলিশ মোল্লাহাটের গাওলা এলাকা থেকে ওই পিকআপ চালককে আটক করে। এর আগে ঘাতক পিকআপটি খুলনার তেরখাদা এলাকা থেকে জব্দ করা হয়। ট্রাকের রং পরিবর্তন করে লুকিয়ে রাখা হয়েছিলো। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

