চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর খানকায়ে শরিফ হাফেজিয়া মাদরাসায় কোরআন শরীফ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি আলী রেজা রাজু ও রাসেল হোসেনের সহযোগিতায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদরাসা ও এতিমখানায় ৩০ হাজার টাকা প্রদান ও মাদরাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরনী কার্যক্রম সম্পন্ন করেন ।
‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হোসেনের দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদের নেতৃত্বে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন মাদরাসা সুপার হাফেজ ইব্রাহীম খলিল। চৌগাছা পরিবারের সদস্য আকরাম হোসেন, শাহীন কবির, ইয়াসির আরাফাত, তুষার হোসেন, মেহেদি হাসান, রাকিব হোসেন, কামরুল হাসান, আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি আলী রেজা রাজু এভাবেই সারাজীবন মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

