দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের তৃতীয় তলার ছয়টি কক্ষে আগুন লেগে পুড়ে গেছে ফাইল ও আসবাবপত্র।
বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, বিকেল ৫টায় অফিস ছুটি হওয়ার পর বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী অফিস থেকে বেরিয়ে যান। পৌনে ৬টার দিকে হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা দরজার তালা এবং জানালার কাচ ভেঙে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু ততোক্ষণে আগুনে মূল্যবান ফাইল ও কাগজপত্র পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের পরিদর্শক আজিজুর রহমান জানান, আগুনে ছয়টি কক্ষের ফাইলপত্র পুড়ে গেছে। কিন্তু আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

