এক বছরে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

আরো পড়ুন

চলতি মাসেই বাংলাদেশ থেকে কর্মী নেয়া শুরু করবে মালয়েশিয়া সরকার। আগামী এক বছরের মধ্যে যাবে দুই লাখ শ্রমিক। আর এজেন্সি নির্ধারণের এখতিয়ার মালয়েশিয়ার।

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে জটিলতা নিরসনে ঢাকায় আসা দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানের সঙ্গে বৈঠকের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই তথ্য জানান।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের জনশক্তি রফতানির অন্যতম বাজার মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে শ্রমবাজার উন্মুক্ত করতে কয়েক দফা মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। একইসঙ্গে তিনি জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করেন।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে গত বছরের ডিসেম্বরে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করে মালয়েশিয়া। বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি সারাভানন এমওইউতে সই করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, মালয়েশিয়া প্রান্তে বাংলাদেশি কর্মীদের সব খরচ বহন করবেন নিয়োগকর্তা। মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের জট খুলতে বুধবার রাতে ঢাকায় আসেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানন। সফরের প্রথম দিন প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে চলতি মাসেই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ