হিজাব-বোরকা পরা সাংবিধানিক অধিকার: হাইকোর্ট

আরো পড়ুন

অসাম্প্রদায়িক বাংলাদেশে হিজাব বা বোরকা পরে চলাফেরা করা একজন নারীর সাংবিধানিক অধিকার। কেউ তার এই অধিকার ক্ষুণ্ন করতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে সাম্প্রতিককালে দেশের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা-হিজাব পরায় হেনস্তার যে অভিযোগ উঠেছে, সেটা তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরে যাওয়ায় হেনস্তার শিকার হয়েছেন- এমন অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি আদালতে একটি রিট আবেদন করা হয়েছিল। সেই রিটের শুনানি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২ জুন)।

শুনানি শেষে হিজাব পরিধান করাকে সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

আদালত বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মের-গোষ্ঠির মানুষের অধিকার সমান। কেউ কারও অধিকার ক্ষুণ্ন করতে পারবে না। দেশে যে কোনো নাগরিক তার পছন্দের পোশাক পরে চলাচল করতে পারবেন, এক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে না। তাই বোরকা পরে হেনস্তার ঘটনায় তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ