হ্যাপি ক্লাবের আয়োজনে ৩২দলীয় ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে শুক্রবার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে হ্যাপি ক্লাবের আয়োজনে ৩২দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলা আগামী শুক্রবার (৩ জুন)মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে বারেক সড়ক ফুটবল একাডেমি-১ বিরুদ্ধে মাঠে নামবে বীর মুক্তিযোদ্ধা গফুর স্মৃতি সংঘ। খেলাটি বিকাল ৪টার সময় যশোর শহরের চোপদারপাড়ার শংকরপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ৭নং ওয়ার্ড কাউন্সিলার সায়েদ হোসের নয়ন, ক্রীড়া ব্যক্তিত্ব এহসানুল হক মনি, আফজালুল করিম রানু।

হ্যাপি ক্লাব 2

অংশগ্রণকারি ৩২ ক্লাব হলো, শিরিন সুলতানা স্মৃতি সংঘ, অঞ্জুন স্মৃতি সংঘ, বারেক সড়ক ফুটবল একাডেমি-১, বারেক সড়ক ফুটবল একাডেমি-২, বি-থারটি, মেসার্স হৃদয় এন্টারপাইজ, ব্রাদার্স ক্লাব, ফেন্ডস ক্লাব, বিপি ক্লাব, বিপি ক্লাব জুনিয়ার, স্বাধীনতা ক্রীড়া সংঘ, যশোর রাইডার্স, বেস্ট ক্লাব, মহাসিন স্মৃতি সংঘ, খড়কি রাইজিং স্পোর্টিং ক্লাব, বারেক সড়ক ইব্রাহিম একাডেমি, লুমিয়া খান, বেজপাড়া টাইগার্স, বীরমুক্তিযোদ্ধা গফুর স্মৃতি সংঘ, আদর্শপাড়া সুপার জায়েন্ট, বন্ধু একাদশ, শাওন একাদশ, মুকুল স্মৃতি সংঘ, একাত স্পোর্টিং ক্লাব, নেসার স্মৃতি সংঘ, ফুটবল স্মৃতি সংঘ, আবু সাঈদ স্মৃতি সংঘ, মানিক স্মৃতি সংঘ।

আয়োজক কমিটির নূর ইসলাম অনিক বলেন, আমিসহ মেহেদী হাসান অন্তর, নাদিম মাহমুদ, মিনহাজ হোসেন আপন, মাহাবুব আলম বাপ্পি, ফারজিন হাসান সাজিদ ও মোহাম্মদ শান্ত সবাই আমরা বিভিন্ন কলেজের ছাত্র। নেশা, মোবাইল গেম, ইপটিজিং থেকে সবাই যাতে দূরে থাকে সেজন্য আমাদের খেলার এই আয়োজন। টুর্নামেন্ট ৩২টি দল খেলায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।’

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ