চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার জনগনের কল্যাণে কাজ করছেন। জনগণের সমৃদ্ধির কথা চিন্তা করে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। পদ্মাসেতু তার একটি উদাহরণ। তিনি বলেন. আইন শৃংখলা প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অপরিসিম। দেশের বিভিন্ন সংকট, সমস্যা ও দুর্যোগেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা রয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলা মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা মমতাজ পারভীন প্রমূখ।
সমাবেশে এ সময় ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল ও তারেকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা শওকত আলী, আব্দুস সাত্তার, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির সোহেল, সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষার প্রশিক্ষক ইমরান হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
জাগো/এমআই

