যশোর শহর আ’লীগের কমিটি অনুমোদন দেয়া হয়নি: মিলন

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোর পৌর শাখা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা পত্রিকা দপ্তরে পাঠানো হয়েছে। সোমবার (৩০ মে) রাতে সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু স্বাক্ষরিত প্রেরিত তালিকায় ৭১ জন সদস্যের নাম রয়েছে। তবে এ কমিটি অনুমোদিত নয় বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। তিনি বলেন, মনগড়া কমিটি মূল্যহীন।

তিনি আরো বলেন, স্থানীয় এমপি ও জেলা আ’লীগের সভাপতি ও সম্পাদকের সাথে আলাপ-আলোচনা করে কেন্দ্র থেকে কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু পকেট কমিটি করা হয়েছে। যেকারণে জেলা আওয়ামী লীগ অনুমোদন দেয়নি।

গতকাল (৩০ মে) যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় কোন কমিটিই অনুমোদন দেওয়া হয়নি।

উল্লেখ্য যে গত ২০-০২-২০২২ ইংরেজি তারিখে যশোর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সর্বসন্মিতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়েছিল যে, যশোর জেলা আওয়ামী লীগের অন্তর্গত ৯ টি সাংগঠনিক ইউনিট যেমন ৮ টি উপজেলা / ১ টি জেলা সদরের পৌরসভা আওয়ামী লীগের গঠন বা সন্মেলন করতে হলে স্ব-স্ব উপজেলা/ পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক , সংশ্লিষ্ট স্হানীয় মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এঁর সমন্বয়ে করতে হবে।

যশোর পৌর-আওয়ামী লীগের (শহর কমিটি ) কমিটি গঠন করার ক্ষেত্রে এ ধরনের সমন্বয় করা বা কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি। আর যে কমিটি একটি বিশেষ পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে বা হয়েছে সেটি জেলা আওয়ামী লীগ কর্তৃক অনুমোদিত নয় এবং সেটা ভূয়া কমিটি। তাই আমি যশোর জেলা আওয়ামী লীগের অধিনস্ত পৌর শাখার (শহর কমিটি) সকল নেতা কর্মি,শুভধ্যনুযায়ীদের কে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ