কিশোরগঞ্জের ধনু নদীতে যাত্রীবাহী ট্রলারডুবিতে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে।
ইটনা উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশে মঙ্গলবার (৩১ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রংমহলের বাড়ি মিঠামইনের ঢাকী ইউনিয়নের চরপাড়ায়। নিখোঁজ শিশু রহমতুল্লার বয়স তিন বছর। তার বাড়ি ইটনা সদরের চরপাড়ায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চরপাড়া থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে চামড়াবন্দরের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। সকাল সাড়ে ৯টার দিকে ইটনার এলংজুরী বাজারঘাটের পাশে পৌঁছালে ঘুরাতে গিয়ে এটি ডুবে যায়। পরে সব যাত্রী সাঁতরে তীরে উঠলেও এই নারী ও শিশু রহমতুল্লাহ তা করতে পারেনি। শিশুকে উদ্ধারে কার্যক্রম চলছে। পরে আরো বিস্তারিত জানা যাবে।

