কাউন্সিলরদের ভোটে নয়, কেন্দ্র থেকে হবে যুবলীগের কমিটি

আরো পড়ুন

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন নিয়ে গত তিন দিন সরগরম ছিলো রাজনীতির মাঠ। ব্যানার, ফেস্টুন, তোরণ আর পোস্টারে পোস্টারে ঢাকা পড়েছিল নগর। চলছিল অনলাইন প্রচারও।

২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও সব শেষ ৩০ মে মহানগর যুবলীগের সম্মেলন হলেও কোনো ইউনিটেই কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়নি। ঢাকা থেকেই কমিটি দেয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগের নেতারা।

তৃণমূলের যুব কাউন্সিলররা বলছেন, নিয়মরক্ষার এই সম্মেলন শুধুই আনুষ্ঠানিকতা ছিল।

চট্টগ্রাম মহানগর যুবলীগের ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘শত শত কাউন্সিলর আশায় ছিল হয়তো ভোটের মাধ্যমে মহানগর যুবলীগের নেতৃত্ব নির্বাচন করা হবে কিন্তু তা আর হয়নি। কেন্দ্র থেকেই কমিটি ঘোষণা করলে এত আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া কিছু নয়।

২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য রতন চৌধুরী বলেন, ঢাকা থেকে কমিটি ঘোষণা করলে, এত আয়োজনের প্রয়োজনই ছিল না। দীর্ঘ ১৯ বছর পর নগর যুবলীগের সম্মেলন হলো অথচ কমিটি দেয়া হবে ঢাকায় গিয়ে। এতে প্রভাবশালী পদ প্রত্যাশীদের জন্য সুবিধা হয়েছে। তবে আমরা তৃণমূলের কর্মীরা হতাশ।

নগরীর পাঁচলাইশের কিং অফ চিটাগাং প্রাঙ্গণে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে চট্টগ্রাম মহানগর যুবলীগের কাউন্সিল অধিবেশন। এতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের কাউন্সিলররা অংশ নেয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৩৮ জনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নেন ১০ জন। সাধারণ সম্পাদক পদে ৭৬ জনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেন ১১ জন।

পরে সম্মেলনের সভাপতি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ কাউন্সিলরদের বলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগে এতজন যোগ্য প্রার্থী, সেখান থেকে আমাদের দুই পদে দুই নেতা বাছাই করে নেয়া কঠিন বিষয়। আপনারা যদি আমার প্রতি আস্থা রাখেন, তাহলে আমি শিগগিরই কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করব। এ বিষয়ে আপনারা আমাকে সমর্থন করছেন কি না?

এ প্রশ্নের জবাবে কাউন্সিলররা হাত উঁচিয়ে ‘হ্যাঁ’ বলেন। এরপরই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ