কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গৌরারগোপ গ্রামে চলন্ত মোটরসাইকেল থেকে কাদা ছিটকে পড়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) সকালে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রসহ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হন।
জানা গেছে, শনিবার বিকেলে তাজুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি গাবতলী বাজারের দিকে রওনা হলে বিপরীত দিক থেকে মাসুদ মিয়া নামের এক যুবক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়া কাদা তাজুলের শরীরে লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মাসুদ ক্ষিপ্ত হয়ে তাজুলকে মারধর করেন।
এ ঘটনার জেরে সোমবার সকালে উত্তেজনা চরমে পৌঁছায়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। তাদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

