ঢাকা অফিস: ঢাকার মিরপুরে ২০১৩ সালে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার ১০ নম্বর বিশেষ দায়রা আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম সোমবার (৩০ মে) এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. এমাদুল হক ওরফে গণ্ডার। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহীদুল্লাহ, মনির ও আজাদুল।
আসামিরা সবাই মধ্য মনিপুর এলাকার বাসিন্দা। তাদের মধ্যে শহীদুল্লাহ পলাতক, বাকিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুবুল হাসান জানান, কাজী জহুরুল ইসলাম বাবু মধ্য মনিপুরে ‘সুমন রকমারি বিপণি’ নামে একটি স্টেশনারি সামগ্রীর দোকান চালাতেন। একটি ছিনতাইয়ের ঘটনায় এমাদুল হক এবং তার কয়েকজন সহযোগীকে র্যাবের হাতে ধরিয়ে দিয়েছিলেন তিনি। এর প্রতিশোধ নিতে ২০১৩ সালের ১৭ জুলাই জহুরুলকে হত্যা করে আসামিরা।
ওই ঘটনায় জহুরুলের ভাই কাজী তাজুল ইসলাম সেদিনই মিরপরে মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সেখানে এমাদুল, মনির, আজাদুল ও শহীদুল্লাহর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
পরে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র হলে আদালত তাদের বিচার শুরু করে। রাষ্ট্রপক্ষে মোট ১২ জনের সাক্ষ্য শুনে বিচারক সোমবার চারজনকেই দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
জাগো/এমআই

