হাতিরঝিলে আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ যুবক নিহত

আরো পড়ুন

ঢাকা অফিস: রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন জানান, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ছিটকে রাস্তা পড়ে। ঘটনাস্থলেই শাহিন নামের একজন মারা যান ও অজ্ঞাতপরিচয় যুবক মারাত্মক আহত হন।

আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ