শাহ জামাল শিশির, ঝিকরগাছা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ।
সোমবার (৩০ মে) সকালে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও দশের প্রয়োজনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করে আসছে। জননেত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করতে সবার আগে রাজপথে রক্ত দিয়েছিল ছাত্রলীগ। ছাত্রলীগের উপর হামলা আমরা মেনে নেবো না।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু বলেন, জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগকে নিয়ে কটুক্তি করলে কাওকেই ছাড় দেয়া হবেনা৷ দেশের শত্রু ছাত্রদল- শিবিরকে উপযুক্ত জবাব দেয়া হবে। আগামীকাল (৩১ মে) ঝিকরগাছায় ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, ছাত্রলীগ নেতা নাইমুর রহমান হৃদয়, জাহিদ হোসেন, হাসিবুর রহমান, আরাফাত হোসেন শান্ত, শিহাব উদ্দীন রাজ, ইমন হোসেন, ইমন সরদার, নাসির হোসেন, সোহেল আরমান সানি, হাসিবুল হাসান অনিক, সাইহান রিপুল, বিশ্বজিৎ ঘোষ, প্রোসেনজিৎ প্রমুখ।

