যশোরের মণিরামপুরের পল্লীতে সাজ্জাদ হোসেন নামের এক দিনমজুরকে কুপিয়ে গুরুতর জখম করেছে,আব্দুল আজিজ নামের তারই এক দাপটশালী প্রতিবেশী।
শনিবার সকালে উপজেলা রাজগঞ্জ ঝাঁপা গ্রামে এই ঘটনা ঘটে। আহত দিনমজুরকে যশোর-২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ভাই আজগর আলী বলেন, প্রতিবেশী আব্দুল আজিজের সাথে তার ভাইয়ের যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। আব্দুল আজিজ দীর্ঘ দিন ধরে আমার ভাইকে তার বাড়ির পাশের রাস্তা দিয়ে চলাচল না করার জন্য হুমকি দিয়ে আসছে। এমন কি আব্দুল আাজিজ ক্ষমতার দাপট দেখিয়ে ওই দিনমজুরের বসতভিটা দখলের জন্য দীর্ঘ দিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে। শনিবার সকালে সে অন্যান্যের জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া মাত্রই আব্দুল আজিজ আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হাসুয়া দিয়ে গলায় কোপ মারতে যায়। এসময় সে প্রাণ বাচাঁতে বাম হাত দিয়ে ঠেকাতে গেলে,তার বাম হাতের কবজির নিচে গভীর ক্ষত সৃষ্টি হয়। এ সময় তার স্ত্রী ও পুত্রবধূ দিন মজুর সাজ্জাদ হোসেনকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজ তাদেরকে মারপিট ও শ্লীলতাহানী করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর-২৫০ শয্যা হাসাতালে রেফার করেন।
চিকিৎসক জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতে কবজির নিচে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

