ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ত্রিশ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ মে) দুপুর তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আটক ওই নারীর নাম সাবানা খাতুন(৩৫)। সে উপজেলার নির্বাসখোলা (পশ্চিমপাড়া) গ্রামের আবুল কালামের স্ত্রী। তার পিতার নাম আয়নদ্দিন গাজি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে পারবাজার থানার মোড়ে চেকপোস্ট বসানো হয়। এসময় যশোর টু বেনাপোল গামী হাইওয়ে রাস্তার উপর থেকে ত্রিশ বোতল ফেনসিডিলসহ আসামী সাবানা খাতুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

