ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি এই প্রশিক্ষণের আয়োজন করে৷
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছে স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক।
বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ, জেডিও নির্বাহী পরিচালক, মো. মনিরুজ্জামান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলেটর, বাবু দুলাল দেবনাথ।
উপস্থিত ছিলেন, সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আহসানুর রহমান, উপাধ্যক্ষ মো. সাইদুর রহমান, গদখালী ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, পানিসারা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পিপুল, বাঁকড়া ইউপি চেয়ারম্যান মাষ্টার আনিস-উর রহমান, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।
এছাড়া, বিভিন্ন স্কুলের নারী শিক্ষার্থী, মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, শুসীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী, ইমাম, বিবাহ রেজিস্টারসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী ইদ্রিস আলী।

