বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

আরো পড়ুন

চাঁদপুর: চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মো. জসিমউদ্দিন বেপারী (২৮) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারুক হোসেন।

মো. জসিমউদ্দিন বেপারীর গ্রামের বাড়ি ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়ার বেপারী বাড়ি। তিনি প্রবাসী হারুনুর রশিদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে ছেড়া বিদ্যুৎ এর তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে ছাড়াতে গিয়ে গ্রামের পথচারী সুজন (৩২) ও মহিন (২০) নামে দুই জন‌ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎ অফিসে ফোন করার পর তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুইজনকে কুমিল্লা হাসপাতালে হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ