টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিক ও লিটনের উন্নতি

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। উইকেট ছিল ব্যাটিংবান্ধব। ম্যাচে তিনটি সেঞ্চুরি আর ছয়টি ফিফটি করেছেন দুই দলের ব্যাটাররা। যার প্রভাব দেখা যাচ্ছে আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়েও।

চট্টগ্রাম টেস্টে ৮৮ রানের ঝকঝকে এক ইনিংস খেলা লিটন দাস তিন ধাপ এগিয়ে বিশ্বের ব্যাটারদের মধ্যে ১৭তম অবস্থানে জায়গা করে নিয়েছেন।

মুশফিকুর রহিমের জন্য টেস্টটি ছিল স্মরণীয়। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করার পাশাপাশি দুর্দান্ত এক সেঞ্চুরিও তুলে নেন তিনি। ফলে চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে এসেছেন মুশফিক।

বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া আরেক ব্যাটার তামিম ইকবাল মুশফিকের থেকে খুব একটা পিছিয়ে নেই। ছয় ধাপ এগিয়ে টাইগার ওপেনার এখন ২৭ নম্বরে।

লঙ্কান ব্যাটারদের মধ্যে ছয় নম্বরে আছেন দিমুথ করুনারত্নে। অন্যদিকে ম্যারাথন ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউজ পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১ নম্বরে।

বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথম ইনিংসে ৬ উইকেট শিকারি নাঈম হাসান নয় ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের ৫৩ নম্বরে এসেছেন। বদলি হিসেবে নেমে ৪ উইকেট নেওয়া লঙ্কান কাসুন রাজিথা ১৪ ধাপ এগিয়ে এসেছেন ৬১তম অবস্থানে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ