রাজধানীতে দুই যুবকের রহস্যজনক মৃত্যু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কামরাঙ্গীরচরে রহস্যজনকভাবে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) কামরাঙ্গীরচরের ছাতা মসজিদ এলাকার একটি বাসা থেকে একজনকে গুরুতর অসুস্থ এবং আরেক জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আহত যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা হলেন, মিরাজ (২৪) ও রুবেল (২০)। তাদের মধ্যে মিরাজকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানার অপারেশন কর্মকর্তা মুহিতুল আলম বলেন, আমরা খবর পেয়ে ছাতা মসজিদ এলাকার একটি বাসা থেকে একজনের লাশ উদ্ধার করেছি। অপরজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়েছিল।

থানার এসআই অনরুদ্ধ রায় চিকিৎসকের বরাত দিয়ে বলেন, বিষ জাতীয় কিছু পান করায় তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তারা একই বাসায় থাকতেন। তবে কেউ তাদের বিষ জাতীয় কিছু খাইয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। এছাড়া ওই দুই যুবকের নাম ছাড়া বিস্তারিত কোনো পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

অনরুদ্ধ রায় বলেন, ঘটনার পর প্রথমে রুবেলের লাশ উদ্ধার করা হয়েছে। মিরাজ নামের আরেক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলে হাসপাতালে তারও মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ওই দুই যুবকের পরিবারের কাউকে পাওয়া যায়নি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ