ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাবুবাজারে একটি ১২ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে এবং ভবনের বিভিন্ন ফ্লোর থেকে আটকে পড়া অন্তত ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় ‘জমেলা টাওয়ার’ নামে ওই বহুতল ভবনের নিচতলায় আগুন লাগার খবর পাওয়া যায়। ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, কেরানীগঞ্জ, সদরঘাট এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট বর্তমানে আগুন নেভানোর কাজে নিয়োজিত।
সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার নিশ্চিত করেন, ফায়ার ফাইটাররা ভবনের বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে এ পর্যন্ত মোট ৪৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন। উদ্ধার কাজ শেষ হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

