সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে রিয়াদ মোড়ল (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে তালা উপজেলার প্রসাদপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রিয়াদ মোড়ল প্রসাদপুর গ্রামের রোকন মোড়লের ছেলে ও খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ওই স্কুল ছাত্র রিয়াদ বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যায়। এরপর তাকে স্থানীয়রা মৃত অবস্তায় তাকে উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান স্কুল ছাত্রের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
জাগো/এমআই

