ফের কারাগারে সম্রাট

আরো পড়ুন

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় জামিনে মুক্তি পাওয়ার ১৩ দিনের মাথায় ফের কারাগারে পাঠানো হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে।

জামিন বাতিল হওয়ার পর মঙ্গলবার (২৪ মে) দুপুরে আত্মসমর্পণের পর ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ আসিফুজ্জামান জামিন শুনানির জন্য ৯ জুন তারিখ ধার্য করে সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সম্রাটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।

গত ১১ মে একই আদালত তিন শর্তে সম্রাটের জামিন মঞ্জুর করেছিলো। কিন্তু দুদকের আবেদনে ১৮ মে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তা বাতিল করে দেয়। সেই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

২০১৯ সালের ১৮ই সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে এলে আত্মগোপনে চলে যান দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত এই নেতা সম্রাট। এরপর ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ