অবৈধ যানবাহনের দখলে বাজার, নাকাল চৌগাছাবাসী!

আরো পড়ুন

জাহিদ হাসান সোহান, (যশোর) চৌগাছা: যশোরের চৌগাছার পৌর সদরের প্রধান বাজার অবৈধ যানবাহনের দখলে। ফলে সড়কগুলোতে বৃদ্ধি পাচ্ছে তীব্র যানজট। অবৈধ যানবাহনের কারনে সৃষ্ট যানজটে ব্যবসায়ী ও বাজার অভিমূখে আসা জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই অবস্থা চলতে থাকলে পুরো বাজার ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ার আশংকা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

উপজেলার প্রধানতম বাজার চৌগাছা। এই বাজারকে কেন্দ্র করে প্রতিনিয়ত চলছে কোটি কোটি টাকার বাণিজ্য। তরকারি (কাচা) বাজার, মাছ বাজার, গরু ও ছাগল হাট, সাইকেল হাট কে কেন্দ্র করে বাজারে ভীড় জমাচ্ছে বিভিন্ন জেলা উপজেলার ব্যাবসায়ীরা। উপজেলায় চলছে বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড। উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে অবৈধ যানবহনের সংখ্যা। সকাল থেকে রাত পর্যন্ত যেন যানজট লেগেই থাকে বাজারের সকল মোড়ে। ছোট-বড় গাড়ির পার্কিং ও প্রধান সড়কের দুই পাশে ভ্রাম্যমাণ দোকান, ফুটপাত দখল করে দোকানপাট এবং মোড়ে মোড়ে ভ্যান-অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ডের কারণে বাজারে যানজট স্থায়ী রূপ নিয়েছে।

দিনের অধিকাংশ সময় যানজটের কারণে বাঁধা পড়ে যায় স্বাভাবিক জীবন। মাঝে-মধ্যে এসব ছোট-বড় গাড়িগুলো আড়াআড়ি করে রাখা হয়। এতে সড়ক দিয়ে অন্য গাড়ি যেতে পারে না।

কয়েক জন পথচারী বলেন, ‘নগরীর সড়কের মোড়ে মোড়ে অবৈধ ভ্যান ও ইজিবাইক থেকে টাকা হাতিয়ে নেয় বেশ কয়েকটি সিন্ডিকেট। ফলে অদক্ষ চালকদের বেপরোয়া গাড়ি চালনার কারণে যানজটের পাশাপাশি প্রায় সময় ঘটছে দুর্ঘটনা ।

ইজি বাইক চালক রুবেল হোসেনসহ অন্তত ৩/৪ জন বলেন, ‘আমরা কী করব। রাস্তার ওপরই স্ট্যান্ড। তাই গাড়ি থামিয়ে যাত্রী ওঠাচ্ছি-নামাচ্ছি।’

ব্যাটারিচালিত ভ্যান চালক রাজ্জাক হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ, গাড়ি চালানোর প্রশিক্ষণ নেয়নি কিন্তু শিখে নিয়েছি। গাড়ি বৈধ-অবৈধ বুঝি না।

এ ব্যাপারে চৌগাছা পৌরসভার মেয়র নুর উদ্দিন আল-মামুন হিমেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি নজরে নিয়ে এসেছি। কিন্তু যানজটের অন্যতম কারণ রাস্তার পাশে ফুটপাত না রেখেই দালানকোঠা নির্মাণ। আমাদের পৌরসভার ময়লার ড্রেনের কাজ চলমান ফুটপাতের জায়গা না থাকায় বেশ বেগ পোহাতে হচ্ছে। খুব শীঘ্রই আমরা যানজটের বিরুদ্ধে পদক্ষেপ নেবো ।

এদিকে সাধারণ জনগণের সাথে কথা বললে জানা যায় তাদের ভোগান্তির কথা । অবৈধ যানের জন্য নিজেদের নিরাপত্তা নিযেও চিন্তিত তারা । প্রশাসনের হস্তক্ষেপ সাধারণ মানুষের একান্ত কাম্য।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ