সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দেয়াল চাপা পড়ে এক ইজিবাইক চালকের প্রাণহানী হয়েছে। ওই সময় আহত হয়েছে আরও তিনজন। সোমবার (২৩মে) বিকেল শহরের পলাশপোলে এলাকার নবজীবন ইনস্টিটিউটের পাশে দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ইয়াছিন আলী (২০)। সে শহরের পলাশপোল এলাকার ইমান আলী সরদারের ছেলে।
আহতরা হলেন, পলাশপোল এলাকার মারুফ হোসেনের ছেলে রাজা(২২), বাবলুর রহমানের ছেলে শাকিব হোসেন(২১) ও বেল্টু হোসেন (১৯)।
স্থানীয়রা জানায়, বিকালে ইজিবাইক রেখে চারজন যুবক নবজীবন ইনস্টিটিউটের পাশে গোলাপ গাজীর বাঁশবাগানের মোবাইলে গেম খেলছিল। এ সময় গোলাপ গাজীর সীমানা প্রাচীর তাদের উপর ধ্বসে পড়ে। এতে তারা চারজন আহত হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর জানান, পলাশপোলে দেওয়াল চাপা পড়ে এক যুবক মারা গেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জাগো/এমআই

