কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান সুফলাকাটি

আরো পড়ুন

উৎপল দে, কেশবপুর: কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনালে সুফলাকাটি ইউনিয়ন ইউনিয়ন ৪-২ ব্যবধানে পাঁজিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

সোমবার (২৩) বিকালে উপজেলা পর্যায়ে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলার সুফলাকাটি ও পাঁজিয়া ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে ১-১ গোলের ব্যবধানে ড্র হলে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে সুফলাকাটি ইউনিয়ন ৪-২ ব্যবধানে পাঁজিয়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে খেলায় চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমুখ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ