বাঘারপাড়ায় বাসুয়াড়ি চেয়ারম্যান পুত্র কুতুব মাদকসহ আটক

আরো পড়ুন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ৮নং বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর সর্দারের ছেলে কুতুব হোসেন (২১) ১৬ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার হয়েছেন। একই সাথে আরও তিন জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২১) রাতে বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের চোরের রাস্তার ইদুলের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে পোর্ট থানায় মামলা হয়েছে। যার নম্বর ২৩।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার পুলিশ কর্মকর্তা এসআই রইচ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামী বাঘারপাড়া বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যানের ছেলে কুতুব হোসেন, বাঘারপাড়ার পাকের আলি গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে সরাফত হোসেন (২৪), একই উপজেলার রোস্তমপুরের বাবুল হোসেনের ছেলে বনি আমিন (২৭) এবং সদর উপজেলার হামিদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে বাকির হোসেন বেনাপোল বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের চোরের রাস্তার ইদুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। তখন তাদের ধাওয়া করে ১৬ বোতল ফেনসিডিল সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ফেনসিডিল সহ চারজনকে আটক করা হয়েছে । তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ