যশোরের বাঘারপাড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্রসহ জামাল সরদার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। গত ২৮ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার জয়রামপুর এলাকা থেকে তাকে আটক করাহয়
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরক দ্রব্য মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত ২৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জামাল সরদারের বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায় র্যাব।
অভিযান চলাকালীন জামাল সরদারকে আটক করা হয় এবং তার ঘর তল্লাশি করে নিম্নলিখিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়:১৪টি তাজা ককটেল বোমা ১টি ছোট কুড়াল ১টি ধারালো ছুরি
র্যাব জানায়, ধৃত জামাল সরদার এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসহ তাকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।।
বাঘারপাড়ায় র্যাবের অভিযান: ১৪টি ককটেল ও অস্ত্রসহ গ্রেফতার ১

