করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৩১

আরো পড়ুন

ঢাকা অফিস: টানা এক মাস মৃত্যুশূন্য থাকার পর দেশে করোনাভাইরাসে আবার মৃত্যু খবর পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৩১ জনের শরীরে।

সোমবার (২৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ জন। শনাক্তের হার দশমিক ৭৮ শতাংশ। আগের দিন তিন হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৯ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার দশমিক ৭০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৮৩ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ এক হাজার ১৫৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ।

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।

দেশে করোনাভাইরাসরে প্রাদুর্ভাব শুরুর পর থেকে গত প্রায় আড়াই বছরে মাঝখানে কয়েক দিন বাদে প্রায় প্রতিদিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ। তবে গত শুক্রবার (২০ মে) পর্যন্ত টানা এক মাস করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ