চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আরো পড়ুন

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মোচাইনগর গ্রামের নওদাপাড়ায় এ ঘটনা ঘটে।

সিফাত একই গ্রামের কৃষক উজ্জ্বল আলীর একমাত্র ছেলে।

জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন সিফাতের মা। এ সময় শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়িতে অনেক সময় ধরে সিফাতকে না দেখে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরটি থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় সিফাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ