যশোরের এক যুবকের হাত বাঁধা ঝুলন্ত লাশ ফুলতলায় উদ্ধার

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: খুলনার ফুলতলায় হাত বাঁধা অবস্থায় মাসুদ রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬মে) রাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে যশোর সদরের রফিকুল ইসলামের ছেলে।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি আত্মহত্যা হতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৯টার দিকে ফুলতলা ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামের হরমুজ খাঁর বাড়ির ভাড়াটিয়া মাসুদ রানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের হাত রশি দিয়ে পেছনে বাঁধা ছিল। মাসুদ ৬ মাস ধরে ওই বাড়িতে স্ত্রী ও সন্তানসহ ভাড়া থাকতেন। বিষয়টিকে রহস্যজনক বলে স্থানীয়রা জানিয়েছেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ