বেনাপোলে ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ সড়ক দুর্ঘটনায় নিহত

আরো পড়ুন

যশোর : বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মাহমুদ ( ৩০) আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রজিউন)।  তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত থাকা অবস্থায় বুধবার ( ১১মে) সকালে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত ছাত্রলীগ নেতা সুমন নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা জুলফিকার আলী মন্টু সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সুমন ছাত্রলীগের সকল কার্যক্রমে সক্রিয় ছিলো। তার অকাল মৃত্যুতে সংগঠনটির অভাবনীয় ক্ষতি হলো। তার আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল বেনাপোল পৌরসভার কলেজ রোড এলাকায় সমাজকল্যান ক্লাবের সামনে দুটি মোটর বাইকের মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হন । স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা হাসপাতাল নিয়ে যায়। পরে যশোর ২৫০শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ওই দিনই ঢাকা রেফার্ড করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ