‘তোমারে লেগেছে এত যে ভালো’র গীতিকার কে জি মোস্তফা মারা গেছেন

আরো পড়ুন

প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তাফা মারা গেছেন।

রবিবার রাত ৮টায় রাজধানীর আজিমপুরে নিজ বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার ৮৪ বছর হয়েছিল।

কে জি মোস্তাফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ের জামাই মকবুল হোসাইন বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন।

মকবুল জানান, সোমবার বাদ জোহর প্রেসক্লাবে কে জি মোস্তাফার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুরে তাকে দাফন করা হবে।

কেজি মোস্তাফা অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। বাংলা সিনেমার কালজয়ী ও তুমুল জনপ্রিয় দুই গান ‘তোমারে লেগেছে এতো যে ভালো, চাঁদ বুঝি তা জানে’ এবং ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ এর গীতিকার তিনি।

প্রথম গানটি প্রখ্যাত নির্মাতা এহতেশাম হায়দার চৌধুরীর পরিচালিত ‘রাজধানীর বুকে’ এবং দ্বিতীয় গানটি অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমায় ব্যবহার করা হয়েছে। দুটি গানেরই সুর করেছেন রবিন ঘোষ। প্রথম গানটি গেয়েছেন তালাত মাহমুদ এবং দ্বিতীয়টি মাহমুদুন্নবী।

১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম কে জি মোস্তাফার। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

দৈনিক ইত্তেহাদে ১৯৫৮ সালে শিক্ষানবীস হিসেবে সাংবাদিকতায় যোগ দেন তিনি। ১৯৭৬ সালে তিনি বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত হন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকারি সম্পাদক পদে যোগ দেন। ১৯৯৬ সালে সিনিয়র সম্পাদক (যুগ্ম সচিব পদমর্যাদা) হিসেবে অবসর নেন।

এ সবের বাইরে অনেক সিনেমাতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। এ ছাড়াও বেশকিছু কাব্যগ্রন্থ, ছড়ার বই, গানের বই ও গদ্যগ্রন্থ রয়েছে তার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ