শাহ জামাল শিশির, ঝিকরগাছা (যশোর): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে যশোরের ঝিকরগাছার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’। মাত্র দুই টাকার বিনিময়ে চার শতাধিক বাচ্চার জন্য ঈদের পোষাকের ব্যবস্থা করেছে তারা। এমন উদ্যোগে উচ্ছ্বসিত সুবিধাবাদী শিশু ও তার পরিবার।
এই পোষাক বিতরণ উপলক্ষে শুক্রবার সকালে স্থানীয় ডাকবাংলোয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক ও সেবা সংগঠনের উপদেষ্টা হোসেন উদ্দীন হোসেন।
তিনি বলেন, প্রবাদ আছে মানুষ মানুষের জন্য তবে সেবা সংগঠন বলে আমরা সবার জন্য। তারই ধারাবাহিকতায় সেবা সংগঠন প্রতিনিয়ত কাজ করে চলেছে। আগামী দিনেও তাদের স্বেচ্ছাসেবী কাজের এই ধারা অব্যহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু।
তিনি জানান, সেবামূলক কাজের অংশ হিসেবে দুই টাকার বিনিময়ে হতদরিদ্র, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও পথশিশুদের মাঝে ঈদের পোষাক তুলে দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা। অনুষ্ঠানে উপস্থিত ১ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের প্রথমে রেজিস্ট্রেশন করে এই পোষাক বিতরণ করা হয়। প্রথম দিনেই ৩৫০ জন শিশুকে পোষাক দেয়া হয়েছে। আরো ৫০টির অধিক পোষাক জমা রয়েছে। সেগুলো বিতরণ করা হবে।
সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিদুল হক খান, নাগরিক অধিকার আন্দোলন যশোর জেলা কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি সেকেন্ড অফিসার এসআই তারেক নাহিয়ান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, সুপ্রিম কোর্টের এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সদস্য এমআর মাসুদ, সেবা সংগঠনের উপদেষ্টা সাহানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আনম নুরুল্লাহ খান রুমি, তফিকুল ইসলাম স্বপন, সোলাইমান হাজী, সদস্য আসাদুল জামান, মাসুম, কবির, মোর্শেদ, শাহেদ, জাহাঙ্গীর, শাহাবুদ্দিন মোড়ল, ইমরান, প্রবির, বিথী, ধারাভাষ্যকার আবু রায়হান রাজ, পানিসারা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হাসনা হেনা, সাদা মনের মানুষ সায়েদ আলী প্রমুখ।

